সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের পটিয়ায় এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের পর হত্যার উদ্দ্যেশে ছুরিকাঘাত করে পলাতক কিশোর গ্যাং লিডার শাহাদাত’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র্যাব ৭। সোমবার (২৬ জুলাই) সকালে পটিয়া বাদামতল এলাকা থেকে ওই কিশোর গ্যাং লিডার গ্রেফতার করার তথ্যটি জানায় র্যাব ৭। গ্রেফতারকৃত শাহাদাত হোসেন (২৫)। তার বাড়ি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামে। পিতার নাম নুরুল আলম। র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ দিন আগে গত ১০ জুলাই নির্জন একটি স্থানে এক তরুণীকে আটকে রেখে দিনভর ধর্ষণ করার পর রাতে হত্যার উদ্দ্যেশে ওই তরুণীর পেটে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়েছিলেন গ্রেফতার শাহাদাত। একই দিন রাত সাড়ে ১০টার দিকে তরুণীকেগুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পটিয়ায় গুয়াতলী এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসের তরুণীর ভাই। বোনের কাছ থেকে অপরাধীর বিষয়ে জানার পর সে বাদি হয়ে পটিয়া থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার ছায়াতদন্ত শুরু করে র্যাব। সোমবার সকালে ধর্ষণ পরবর্তী হত্যাচেষ্টাকারী ওই যুবকের অবস্থান শনাক্ত করার পর পটিয়ার বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবের টিম।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বর্তমানে ওই তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন ছাএলীগের রাজনীতির সাথে জড়িত। সে দীর্ঘদিন ক্ষমতাসীন দল করার সুবাদে এলাকায় মাদক ও ইয়াবা ব্যাবসা পরিচালনা করার জন্য একটি কিশোর গ্যাং সৃষ্টি করে যার মাধ্যমে এলাকায় ছুরি,ডাকাতি, মোবাইল ছিনতাই, ইয়াবা কারবার,জায়গায় দখল- বেদখল কনটাক্ট কাজ করে আসছিল। অবশেষে (ছন্দ নাম মৌসুমি ২১) নামে এক তরুণীকে দিনভর ধর্ষণ শেষে ছুরিকাঘাত করে। মৃতভেবে ঐ তরুণী ফেলে চলে যায়। এঘটনায় পুলিশ শাহাদাত হোসেন কে গ্রেপ্তার করে।