
মোঃ আল আমিন সিংড়া:
নাটোরের সিংড়ায় ৩ নং ইটালী ইউনিয়ন তুলাপাড়া বাশবাড়িয়া গ্রামে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।
উপজেলার ইটালী ইউনিয়ন তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে গত সোমবার দিবাগত রাত ১০ ঘটিকার দিকে।
গাছ কাটার সময় মোঃ সেলিম হোসেন তার বাড়ীর পাশে গাছ গুলো কাটতে দেখে বাধা দেয় তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছে, এঘটনা দেখার পরে গ্রামবাসী এসে বাধা দেওয়ায় আব্দুল সামাদ কাটা গাছ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
সেলিম হোসেন ও গ্রামবাসী জানান, রাতে আধাঁরে আঃ সামাদ, (৫৫) পিতা, মৃত মৃত মোকছেদ প্রাং,
কেন্দার গাছ টি কেটে নিয়ে গিয়েছে,
স্থানীয়দের বাধা দেওয়ার কারণে আরেকটি নিম গাছ কাটছে পারে নাই।
আঃ সামাদ বলেন, আমি ওয়ার্ড মেম্বার আঃ মজিদ ও বাঁশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কুরবান আলীর নির্দেশে গাছ কেটেছি।
কুরবান আলী বলেন গাছ কাটার বিষয়ে আমি কোন হুকুম দেইনাই।
সে আমার কথা মিথ্যা বলেছে।
আমি জানার পরে ঘটনাস্থলে এসে গাছ কাটতে নিশেধ করেছি।
ওয়ার্ড মেম্বার আব্দুল মজিদ বলেন,
এই গাছ কাটার কথা আমি শুনার পরেই আব্দুস সামাদ ও তাহার পরিবারদের আমি নিষেধ করেছি।
আমার কথা অমান্য করে সে সরকারি জায়গার মানুষ চলাচলের রাস্তার গাছটি কেটেছে। গাছটি কাটা তাহার উচিত হয়নাই,
ইটালী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয় টি আমার জানা নাই,
তবে খোজ খবর নিচ্ছি।
আমি চাই অন্যয়ের প্রতিবাদ।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান বলেন,
এ বিষয়ে আমার জানা ছিলোনা, এবিষয়ে দ্রুত তদন্ত করে বেবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 

















