

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৭ জুলাই ২০২১ মঙ্গলবার যশোরের বাঘারপাড়ার চিত্রা নদীর অবৈধ আড়বাঁধ উচ্ছেদে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ, এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা পলাশ বালাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত, বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নের আওতায় চিত্রা নদীর ৭টি আড়বাঁধের বাঁশ কেটে উচ্ছেদ করা হয়। একই সাথে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বাঁধে ব্যবহৃত ডোঙ্গা নৌকা, কারেন্ট জালসহ অন্যান্য সরঞ্জামাদি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, অভিযানের ১ম দিনে নদী থেকে ৭টি আঁড়বাধ উচ্ছেদ করা হয়। তবে বাঁধ সৃষ্টিকারী কাউকে আটক করা সম্ভভ হয়নি বলে জানা গেছে।