এস এম খলিলুর রহমানখুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৮ জুলাই ২০২১ বুধবার বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে খুলনা পাইকগাছায় কপিলমুনির রামনাথপুর এলাকার কপোতাক্ষ নদী থেকে থানা পুলিশ অজ্ঞাত পরিচয় ১ জন যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছেন। অনুমান করা হচ্ছে, কিছুদিন আগে তাকে কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা শেষে লাশ বস্তায় ভরে ইট বেঁধে নদীতে ফেলে দেয়।
বুধবার সকালে জোয়ারের পানিতে রামনাথপুর এলাকার জনৈক জগন্নাথ দাশের ঘের সংলগ্ন এলাকায় বস্তাবন্দি লাশটি ভেসে আসলে স্থানীয়রা দেখে থানা পুলিশে খবর দেয়। এরপর থানা পুলিশ দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছে বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। এ সময় তার গলায় গামছা পেঁচানো ও পরনে একটি কালো লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। মুখে খোঁচা খোঁচা দাাঁড়ি ও মাথার সামনে চুল ছিলনা।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী, লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ১২ টা ৫০ মিনিটে খবর পেযে দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছান। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানান। তবে চেষ্টা চলছে। তিনি আরোও বলেন, লাশটি সিআইডি দায়িত্ব নেওয়ার পর ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।