ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকশব্দল এলাকার মৃত তমেজ হোসেনের ছেলে মো. সামসুল হক (৩৬) এবং সাদিকুল ইসলামের ছেলে মো. সাজ্জাদুল ইসলাম (২৩)।
থানা সূত্রে জানা গেছে, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ হারুন অর রশীদসহ সঙ্গীয় ফোর্স ২৭ জুলাই রাতে ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের দুজনকে আটক করা হয়। পরে ধামইরহাট থানায় আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। যার মামলা নাম্বার ৩৩, তারিখ ২৭-০৭-২১ ইং।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জানান, মামলা দায়েরের মাধ্যমে আসামীদের কে বুধবার নওগাঁ জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, করোনা মহামারীর পাশাপাশিও মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।