এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৭ জুলাই ২০২১ মঙ্গলবার বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল ৩ বোতল বিদেশি মদ ও ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সূত্রে জানা গেছে, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই চন্দ্র কান্ত গাইন, এসআই শামীম হোসেন, এএসআই রঞ্জন বসুর, সমন্বয়ে ১ টা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৭ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ছোটআচঁড়া মোড়, ঠাকুর পুকুর পাড় এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বড় আঁচড়া গ্রামের আঃ মজিদ শেখের, ২ ছেলে ফয়সাল শেখ, ও শাহীন শেখকে, ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। বাজার মূল্য আনুমানিক ১ (লক্ষ) ৭০ (হাজার) টাকা আটক ফয়সালের বিরুদ্ধে ২ টি মামলা আছে বলে জানা গেছে।
অপর দিকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই ইদ্রিস রহমান, এএসআই শ্যামল সরকার, এএসআই নির্মল কুমার ঘোষের, সমন্বয়ে ১টা চৌকস দল রাত ৭ টা ৩০ মিনিটের দিকে কেশবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলকোট এলাকার থেকে আঃ লতিফের, ছেলে ওমর ফারুক ওরফে (রাব্বি) কে আটক করেন। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য আনুমানিক ২২ (হাজার) টাকা।
অন্য দিকে রাত ৯ টা ৪০ মিনিটে দিকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই ইদ্রিস রহমান, এএসআই শ্যামল সরকার, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে ১টা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে রাত ৯ টা ৪০ মিনিটের দিকে কেশবপুর থানাধীন মঙ্গলকোট বাজারস্থ আয়ান মেডিকেল হলের সামনে পাঁকা রাস্তার উপর হতে রাম কৃষ্ণপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত শাহজাহান গাজীর, ছেলে সবুজ হোসেন, ও আঃ রাজ্জাক গাজীর, ছেলে রাকিবুল ইসলাম ওরফে (হৃদয়), ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য আনুমানিক ১২ (হাজার) টাকা।
পৃথক এসব অভিযানে ৩ টি করে মামলা হয়েছে বলে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সূত্রে জানা গেছে।