
মোঃখোরশেদ আলম বিশেষ সংবাদদাতাঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা গুনাইঘর উত্তর ইউপির, রামপুর গ্রামের খোঁকা ভূইয়ার পুত্র, মহিউদ্দিন পলিন উরফে ভূমিখেঁকু পলিন কে অবৈধ ড্রেজার মেশিনে ফসলি জমি নষ্ট ও নিয়মনীতির তোয়াক্কা না করে ভূমির গভীর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায় যে ভূমিখেঁকু পলিন ভুমি মন্ত্রণালয়ের সচিব আত্মীয় পরিচয় দিয়ে , কিছু চিন্হিত বখাটে সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় অবৈধ ভাবে জোরপূর্বক ভূচ্যুত করে আসছে। এলাকাবাসী জানায় ভুমিখেঁকু পলিন নিজবল ও সন্ত্রাসীর মতো কর্মকান্ডে সফল ফায়দা লুটতে এলাকার যুবক ছেলেদের মাদকাসক্ত করছে খুব সহজেই। আশে পাশের বিপথগামীরা ঝুঁকছে তার দিকে, এলাকাবাসীর দাবী ভূমিখেঁকু পলিন কে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রাখতে। পলিন প্রথমে একটু জমি ক্রয় করে এখানে বিশ হতে ত্রিশ ফুট গভীর করে মাটি উত্তোলন করে বিক্রি করে দেয়, অতিরিক্ত গভীরতার কারনে চার পাশের জমি গুলো ভেঙ্গে পড়ে এই গর্তে ধসে পরে, প্রতিবাদ করতে গেলে হত্যা, গুমের হুমকি ও মারধরের শিকার হতে হয় প্রতিনিয়ত। ভুমিমন্ত্রনালয় যার পকেটে থাকে, সেখানে গরিব মূর্খ গেঁয়ো চাষিরা আর কোথায় কি করবে? নিরুপায় হয়ে নিরহ কৃষকরা কমদামে জমি বিক্রি করতে বাধ্য হয়। তখনি পানির দামে পাশের জমি কিনে আবারও পাশের জমি থেকে মাটি উত্তোলন করতে থাকে বছরের পর বছর। তার’ই পরিপ্রেক্ষিতে গত ২৭/০৭ ২০২১ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভূমিখেঁকু পলিনের অবৈধ ড্রেজার ধংস ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা থেকে আসা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুপ রতন সিংহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানা সহকারী উপ-পরিদর্শক এএস আই মোঃ গিয়াস উদ্দিন, ভূমি অফিসের অফিস সহায়ক রতন কুমার দেবনাথ। ভূমিখেঁকু পলিনকে জরিমানা করায় আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুপ রতন সিংহ কে সাধুবাদ জানান ভুক্তভোগী এলাকাবাসী। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ জানান, ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও মাটির ভূগর্ভস্থ নষ্ট করে কোন কাজ করা যাবেনা, তাছাড়া প্রধান মন্ত্রীর নির্দেশনাও রয়েছে মাটি কাটার কারনে কোন ফসলী জমি নষ্ট করা যাবেনা। দেবিদ্বার বনকোটে সরকারি আইন অমান্য করে, ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করায় ড্রেজার ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।