কলকাতা প্রতিনিধি গৌতম দেবনাথ:
চুঁচুড়া প্রিয় নগর মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়া প্রিয় নগর মহিলা কল্যাণ সমিতি সভাপতি শম্পা সাহা সম্পাদক গীতা ঘোষ সহ-সভাপতি বান্টি সাহা সহ-সম্পাদক শুক্লা বিশ্বাস ট্রাস্টা্র মনীষা কুন্ডু আরো যারা উপস্থিত ছিলেন বুলু দে অনিতা ব্যানার্জি ছোটন মিত্র সান্তনা দাস সাথী চ্যাটার্জী অনিতা মজুমদার মৌসুমী সিনহা ও মৌসুমী চক্রবর্তী সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ। চুঁচুড়া প্রিয় নগর মহিলা কল্যাণ সমিতির সভাপতি শম্পা সাহা জানান মানুষের কল্যাণের জন্য এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। সম্পাদক গীতা ঘোষ সংবাদমাধ্যমকে জানান আমরা প্রথম থেকেই অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছি। দুস্থ অসহায় ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে থাকি। অসহায় মানুষের চিকিৎসার জন্য আমরা আমাদের যথা সাধ্য মত চেষ্টা করে থাকি। আমাদের এই সংগঠনের থেকে নৈশ্য পাহার ও দিয়েছি কিন্তু যে কোন কারণবশত আমরা পরবর্তীতে আর করতে পারিনি। আমাদের ভবিষ্যত পরিকল্পনা আমাদের এই সংগঠন রাজ্য পর্যায়ে গড়ে তুলতে চাই। আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।