রাজু আহম্মেদ।।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আসাদুল আলম আসাদ মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চলে গেলেন না ফেরার দেশে। দুর্দান্ত রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন ৭১ এর অন্যতম রণক্ষেত্র বিনোদপুরের মাটিতে।
প্রায় ২ সপ্তাহ লাইফ সাপোর্টে থেকে বুধবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন (২৯ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে তার মরদেহ সমাহিত করা হয়।
আসাদুল আলম আসাদ ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক।
তিনি ১৯৮৮ সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখার ছাএলীগ এর সভাপতি, ১৯৯২ সালে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি দুঃসময়ে ছাএলীগ ও আওয়ামী লীগের একজন ত্যাগি নেতা হিসেবে শিবগঞ্জ উপজেলায় কাজ করেছেন।
পেশাগত জীবনে তিনি একটি বেসরকারি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা, সাধরন সম্পাদক আতিকুল ইসলম টুটুল। এছাড়াও বর্তমান সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার, সাধারন সম্পাদক সাইফ জামান আনন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা সহ অন্যান্যরা সমবেদনা জানিয়েছেন ।
উল্লেখ্য, গত ১৫ জুলাই তিনি শিবগঞ্জ উপজেলার জমিনপুর থেকে নিজ বাড়ি বিনোদপুর ফেরার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাথায় প্রচন্ড রক্ষক্ষরণ হতে থাকলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে আইসিইউ তে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।