সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
-জাতীয় সংসদের হুইপ সামশুল হক
চৌধুরী এমপি বলেছেন, পটিয়ায় দিনদিন করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় উদ্ভোগ
করে সড়কের সিএনজি, অটো রিক্সা চলাচল করায় ক্ষোভ প্রকাশ করেন এবং
সরকারিভাবে কঠোর লকডাউন করার নির্দেশ কঠোরভাবে পালনে উপজেলা প্রশাসনকে
নির্দেশ দেন। বর্তমান যে হারে দিনদিনি করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি
পাচ্ছে তা রোধে আগামী একমাসেও লকডাউন প্রত্যাহার করা যাবে না। জনসাধারনকে
মাক্স পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে উপজেলা প্রশাসন,
থানার ওসি, ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক
নেতৃবৃন্দদের সহযোগিতা করার অনুরোধ জানান। তিনি গতকাল বৃহস্পতিবার পটিয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটি’র সভায় সভাপতি’র বক্তব্যে
এ কথা বলেন।
পটিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সদস্য যথাক্রমে উপজেলা চেয়ারম্যান
মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভা মেয়র মো: আইয়ুব বাবুল, ভাইস চেয়ারম্যান
ডা: তিমির বরণ চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, সহকারি কমিশানার ভূমি নিলুফা
ইয়াছমিন, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, জেলা
আ’লীগ নেতা রাশেদ মনোয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সব্যসাচী নাথ,
আবাসিক মেডিকেল অফিসার ডা: সাজিদা আকতার, ডা: রাজীব দে, মুক্তিযোদ্ধা
আহমদ নবী, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, পটিয়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক
হারুনুর রশিদ ছিদ্দিকী, উপজেলা আ’লীগ নেতা আবদুল খালেক, শাহদাতা হোসেন ফরিদ, নুরুল আবছার চৌধুরী, ডা: শিল্পী চৌধুরী, নার্স অফিসার শাহীদা
পারভীন।