স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদঃ
আজ রোজ বৃহস্পতিবার ২৯শে জুলাই ,,,১৯৯৮ সালের ২৯ শে জুলাই এই দিনে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারী কলেজে জামাত শিবিরের বর্বরচিত হামলায় নিহত হন আহাদ ও মিজান কিন্তু আজ দীর্ঘ ২৩ বছর চলে যাচ্ছে কিন্তু আজও এর বিচার হয়নি
ওই হত্যাকারীরা লাকসাম বাজার বুক ফুলিয়ে চলছে কেউ পালিয়েছে আজও লাকসাম বাসি বিচার পায়নি,
তাই লাকসাম ও মনোহরগন্জের সাধারণ ছাএ ছাএছাএিরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আহাদ ও মিজান হত্যার বিচার দাবি করছে।
এই উপলক্ষে লাকসাম প্রবাসী আওয়ামী ফোরাম আয়োজিত এক zoom জনসভায় আয়োজন করা হয়েছে।
উত্ত zoom ভার্চুয়াল স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত লাকসাম উপজেলা চেয়ারম্যান, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডবোকেট ইউনুস ভুঁইয়া।
আর উপস্থিত থাকবেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এডবোকেট রফিকুল ইসলাম হীরা,আরো উপস্থিত থাকবেন ,সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তর লাকসাম উপজেলার জনাব আকতার হোসেন মিলন,
এবং দলের সকল ও শুভাকাঙ্ক্ষী গন ও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীরা উপস্থিত থাকবেন উপস্থিত থেকে স্বরন সভা কে সফল ও সার্থক করে তুলবেন,,,