মোঃ মতিন গাজী, যশোর অভয়নগর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে পলি বেগম (৩৫), নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার তালতলাহাট রেলস্টেশন সংলগ্ন রেলবস্তি থেকে মরদেহ উদ্ধার করেন, অভয়নগর থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত পলি বেগম রেলবস্তি সংলগ্ন সাইকেল গ্যারেজ মিস্ত্রি তারা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
নিহত গৃহবধূর স্বামী তারা মিয়া আমাদের এই প্রতিনিধিকে কে জানান, তাদের মধ্যে কোন ধরণের রাগ বা অভিমানের ঘটনা ঘটেনি। দুপুরে এক সঙ্গে ভাত খাওয়া শেষ করে ঘর থেকে বেরিয়ে যাই তারা মিয়া। ফিরে এসে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের ডাবার সঙ্গে স্ত্রীর ঝুলন্ত লাশ। খবর শুনে পুলিশ এসে মৃতদেহ নামিয়ে থানায় নিয়ে যায়। তিনি আরোও জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। মাঝে মধ্যে প্রচন্ড যন্ত্রণা হত। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে এলাকাবাসীর ধারণা।
নিহত পলি বেগমের একমাত্র মেয়ে মিম (৭) মায়ের ঝুলন্ত লাশ দেখে হতবাক। হারিয়ে ফেলেছে কথা, অশ্রু শিক্ত নয়নে খুঁজে পেতে চাই মায়ের আদর, কিন্তুু আর ফিরে আসবে না সেই ভালোবাসা, কাঁদতে কাঁদতে মিম জানায়, দুপুরে সে ও তার বাবা-মা এক সঙ্গে খাবার খেয়েছে।
এ সময় বাবার সাথে মায়ের এমএস-এর চাল নিয়ে ঝগড়া হয়। খাওয়া শেষ হলে সে ও তার বাবা ঘর থেকে বেরিয়ে যায়। এর বেশি আর কিছু সে জানাতে পারেনি। কিন্তু মায়ের এ ভাবে চলে যাওয়া কোন ভাবেই মেনে নিতে পারছে না শিশু কন্যা মিম।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, বুধবার দুপুর আনুমানিক ২ টার সময় তালতলাহাট রেলবস্তি থেকে পলি বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। আত্মহত্যার মূল কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কথা বলা যাবে না আসল ঘটনা কি। তবে
এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।