![](https://www.dainiknotunkhobor.com/wp-content/uploads/2021/07/received_871318650432440.jpeg)
![](https://www.dainiknotunkhobor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৮ জুলাই ২০২১ বুধবার সন্ধ্যায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের বাসুদেব বিশ্বাসের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের মাহমুদ কাটি গ্রামের নারদ বিশ্বাসের, ছেলে গৌতম বিশ্বাসের, সাথে কঠোর লকডাউনের সরকারি বিধি নিষেধ অমান্য করে আনুষ্ঠানিক ভাবে বিবাহ সম্পন্ন করেন। বুধবার সন্ধ্যায় পুরোহিতের উপস্থিতিতে হিন্দু রীতি অনুসারে মেয়ের পিতার বাড়িতে এ বিবাহ সম্পন্ন হয়।
উক্ত ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী নির্দেশে মোতাবেক উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, ও ভিডিপি সদস্য আব্দুস সামাদ মেয়ের পিতা, ছেলের অভিভাবক ও পুরোহিতকে বিয়ের অনুষ্ঠান থেকে আটক করে নিয়ে আসেন।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক, মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বেই বিবাহ সম্পন্ন করার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে “বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭” এর ০৮ ধারা মোতাবেক মেয়ের পিতা ও ছেলের অভিভাবককে ২০০০ (হাজার) টাকা জরিমানা আদায় করেন, যার মামলা নং ২৬৪/২১ এবং পুরোহিত স্বপন ব্যানার্জীকে, একই আইনের ০৯ ধারা মোতাবেক ২০০০ (হাজার) টাকা জরিমানা আদায় করেন, যার মামলা নং ২৬৫/২১।