মোঃ গোলাম মোস্তফা নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী (বটতলা) গ্রামের সহায় সম্বলহীন ৭০ বছরের বৃদ্ধ আব্দুর রহমানকে হুইল চেয়ার দিয়েছেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
আজ বৃহস্পতিবার (২৯জুলাই) বিকালে আব্দুর রহমানের বাড়িতে হুইল চেয়ার নিয়ে যান তিনি। এ সময় বৃদ্ধ আব্দুর রহমানকে নিজেই হুইল চেয়ারে বসান এমপি।
বৃদ্ধ আব্দুর রহমান হুইল চেয়ার পেয়ে এমপির জন্য দু’হাত তুলে দোয়া করেন। এ সময় কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এমপি স্যারকে অনেকদিন বাঁচাইয়া রাহুুক। আমারে যেরুম (যে রকম) শান্তি দিছে স্যারেরেও (এমপি) এইরুম শান্তি দেউক (দিবেন))।
এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, জনসেবা করতে এসেছি। দুঃখী মানুষের পাশে থেকে আমার দায়িত্ব পালন করতে চাই। নান্দাইলের উন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মন্ডল, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসআইটি মো.আহসান উদ্দিন আকন্দ সোহাগ, নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, ছাত্রলীগ নেতা রয়েল, সাহান প্রমূখ।