মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গত ২৯ জুলাই ২০২১ ইং তারিখ দুপুর ০১:০০ ঘটিকা হইতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া গ্রাম এলাকায় গুড় তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে ভেজাল গুড়- ৯,২০০ কেজি, লালি-২৫০ কেজি কাপড়ের রং- ০২ কেজি, আটা-১৩০ কেজি, চিনি- ২,৬৫০ কেজি, ডালডা-২ কেজি, ফিটকিরি- ২৫ কেজিসহ আসামী ১। মোঃ মোলাম শেখ (৫৫), পিতা- মৃত মজা শেখ, ২। মোঃ ইদু মন্ডল (৪৮), পিতা- মোঃ জোবান মন্ডল, উভয় সাং- মোহরকয়া (পশ্চিম), থানা- লালপুর, জেলা- নাটোরদ্বয়কে আটক করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, লালপুর জনাব শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক উক্ত আটককৃত ০১ নং আসামীকে ৫০,০০০/-(পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও ০২ নং আসামীকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয় কিন্তু সে উক্ত জরিমানা প্রদানে অক্ষমতা প্রকাশ করায় তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।ধৃত ভেজাল ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন, ভেজাল মুক্ত সমাজ গড়ুন।