
মোঃ মতিন গাজী,যশোর অভয়নগর উপজেলা প্রতিনিধিঃ
অভয়নগরের ১নং প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ, বনগ্রাম, পুরাটাল, মাগুরা এবং বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি, জয়ান্তার বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তার পাশে ফল ফলালি এবং ঔষধি গাছ রোপন কর্মসূচি পালন করেছে অনুপূরণ স্বেচ্ছাসেবী নামের একটা সংগঠনর।
৩০ জুলাই শুক্রবার দিনব্যাপী এই বৃক্ষ রোপন কর্মসূচিতে অর্ধ শত গাছ রোপন করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, অনুপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাদিউজ্জামান, এ্যাডঃ সোহাগ হুসাইন, ফরিদউদ্দিন,তরিকুল ইসলাম, শিমুল হোসেন, হানিফ হুসাইন, ওমিও, জুবায়ের, মেহেদী হাসান, তানজির, মামুন, সজল প্রমুখ। সংগঠনের সভাপতি হাদিউজ্জাম বলেন, ৩দিন ব্যপি এ কর্মসূচী আগামীকাল বিকাল ৫টা পযর্ন্ত অব্যাহত থাকবে।