এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৩১ জুলাই ২০২১ শনিবার সকাল ৮ টা পর্যন্ত, গত ২৪ ঘন্টায় খুলনার হাসপাতালগুলোত করোনায় মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। খুলনার ৫টি করোনা ডেডিকেটেড হাসপাতালের মধ্যে ৪টিতেই করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। আর একটিতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
৩০ জুলাই শুক্রবার সকাল ৮ টা থেকে ৩১ জুলাই শনিবার সকাল ৮টা পর্যন্ত, গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মারা যাওয়া ৪ জন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের ভর্তি রোগী ছিলেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুরা হলেন- খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি বেগম (৩৫) ও খুলনা সদরের রাজু আহাম্মেদ (২২)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগী মারা যাননি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেনি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডাঃ প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা শূন্য।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।