এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৩০ জুলাই ২০২১ শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা কলেজ মোড়ে অভিযান চালিয়ে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশেের সদস্যরা তাদের ৭(শত) গ্রাম গাঁজাসহ মুরাদ হোসেন (২৫), ও অহিদুল ইসলাম (২২), নামে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মুরাদ হোসেন অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার মৃত আব্দুল সামাদের ছেলে ও অহিদুল ইসলাম একই এলাকার মৃত্যু খালেক তরফদারের ছেলে।
যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার আমাদের এ প্রতিনিধিকে বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। ৩০ জুলাই শুক্রবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২ জন যুবক মাদক দ্রব্য নিয়ে মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা কলেজ মোড় এলাকায় অবস্থান করছে। বিষয়টি পুলিশ সুপারকে অবগত করলে পুলিশ সুপার তাদেরকে আটকের নির্দেশ দেন। এরপর যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি চৌকস দল সেখানে পাঠানোর নির্দেশ দেন। একপর্যায়ে সেখানে অভিযান চালিয়ে তারা ৭(শত) গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।