কাপাসিয়া থেকে শরিফ সিকদারঃ
সরকারি ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য দোকান খোলা রাখা ,অহেতুক গাড়ি নিয়ে ঘোরাঘুরি করায় এবং বিধি লঙ্ঘনের দায়ে ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
শনিবার (৩১ জুলাই) দিনব্যাপী কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয় ।
এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান সরকারের ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায়, অহেতুক গাড়ি নিয়ে ঘোরাঘুরি করায়, স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ ,২৪ এর ধারায় অনুযায়ী ১১ জনকে এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১ জন সহ মোট ১২ জনকে ২৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর চৌকস সদস্যবৃন্দ।