এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৩০ জুলাই ২০২১ শুক্রবার রাত ৮ টার দিকে নড়াইল সদর উপজেলার মধুরগাতী এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ মোল্লা (৪০), নামে এক ব্যক্তিকে ২৫০ (গ্রাম) গাঁজাসহ আটক করেছে, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত ইউসুফ মোল্লা, নড়াইল সদর উপজেলার মধুগাতী গ্রামের মৃত শরীয়ত উল্লাহর, ছেলে বলে জানা যায়।
গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১জন মাদক ব্যবসায়ী ২৫০ (গ্রাম) গাঁজা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এ বিষয়টি নিয়ে নড়াইল পুলিশ সুপারকে অবগতি করলে, পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এএসআই মাহফুজুর রহমানের, নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। নড়াইল সদর থানার মধুরগাতী গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামী ইউসুফ মোল্যাকে গাঁজাসহ আটক হয়। গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এএসআই মাহফুজুর রহমান, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, ইউসুফ মোল্লা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তিনি একাধিক মাদক মামলার আসামি সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটককৃত ইউসুফ মোল্লাকে, নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরোও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।