মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ও তার সহধর্মীনি কোভিড-১৯ করোনা পজেটিভ হওয়ায় মাগুরার মহম্মদপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মহম্মদপুর বাজার জামে মসজিদে তাদের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার জনাব আব্দুল হাই মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সামছুর রহমান, সাধারণ সম্পাদক মুন্সি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান,ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ইমতিয়াজ রশিদ কল্লোল, সাবেক আহবায়ক মোঃ ঈদুল শেখ, বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বালিদিয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মিনা, জেলা যুব মহিলা লীগের নেত্রী শারমিন আক্তার রুপালী প্রমুখ। এবং স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এম পি শিখর সহ তার পরিবার ও দেশের সকল মানুষের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়ার মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম জনাব মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ্।