মোঃ এনামুল হক গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার নিয়ে বাকবিতন্ডায় পেট্রোলের আগুনে আরিফকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি মোফাজ্জল সরকারকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার জৈনেক সালাউদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (৩১ জুলাই) দুপুরে তাকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার মোফাজ্জল সরকার(৪৪) উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের প্রয়াত ফালু সরকারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, গত বৃহস্পতিবার (২২ জুলাই) ঘটনা ঘটার পরপরই আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করে। এসময় আসামিদের অবস্থান শনাক্তে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার পর অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই মামলার ২ নং আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার জনৈক সালাউদ্দীনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার(২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল সরকার একটি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে দোকানদার সাখাওয়াতের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দোকানদারের বাবা জজ মিয়াকে মারধর করে। এর আধা ঘণ্টা পরে তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল সরকার তার লোকজন নিয়ে ওই দোকানে ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিফের।