গাজীপুরের শ্রীপুর র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পারভেজ ডাকাত নিহত
মোঃ এনামুল হক গাজীপুরঃ
৩১ শে জুলাই রাতে গাজীপুর জেলা সংলগ্ন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন সাত চুঙ্গীরপাড় এলাকায় রেপিড একশন ব্যাটালিয়ন সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় এক ডাকাত পারভেজ (২৮)।সে সন্ত্রাস ও অস্ত্রধারী ছিল।নিহত পারভেজ হয়দেব পুর গ্রামের কালু শেখের ছেলে বলে জানায় শ্রীপুর থানার ডিউটি অফিসার।
তিনি জানান যে পারভেজ এর কাছে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা
হয়েছে। তিনি আরো বলেন তার নামে পূর্বেও আরো মামলা ছিল।কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায় নি মামলার সংখ্যা সম্বন্ধে। লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান শ্রীপুর থানার এস আই নাজমুর রহমান। এবং তিনি বলেন যে আইনি প্রকৃয়ার মাধ্যমে শ্রীপুর থানায়
কার্যক্রম সম্পন্ন হবে।এখনো কনো মামলা হয় নি। মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category