এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
ইয়াবা সেবন করে বাড়িতে এসে নারীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওসমান গনি নামক এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার খবর পাওয়া গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ২নং ওয়ার্ডের বদ্দার বাড়ির কালু মিয়ার ছেলে মোঃ খোকন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছে। এই নিয়ে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে ও কয়েকবার জেল জরিমানাও দিয়েছে।
গত ২১ জুলাই রাত সাড়ে আটটার দিকে খোকন ইয়াবা সেবন করে বাড়িতে এসে পুষ্প নামের এক নারীকে যৌন উত্ত্যক্ত করছিলো। পুষ্প বেগম বিষয়টি একই বাড়ির আশরাফ আলীর ছেলে ওসমান গনি, জাকির হোসেনকে জানালে তারা এর প্রতিবাদ করতে গেলে খোকন, শামীম, মিজান, শহীদ উল্লাহ ও আরমানসহ আরো চার পাঁচজন মিলে তাদের উপর হামলা করে।
বেধড়ক হামলায় ওসমান গনি রক্তাক্ত জখম হয়। মাথা ফেটে যায় ও চোখের উপর মারাত্মক জখম হয়। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পরিস্থিতি অবনতি দেখে ঢাকা মেডিকেল নেয়া হয়।
এই নিয়ে লক্ষ্মীপুর মডেল থানায় কাজল বাদী হয়ে মামলা দায়ের করেন যার নং-৩৭.
সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন-‘যেহেতু মামলা হয়েছে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’