

মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মহম্মদপুর উপজেলার খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষে ৪ সদস্য বিশিষ্ট ৬মাস মেয়াদী এডহক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয় খালিয়া গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ কবিরুজ্জামান ( কবির)।আজ ১ আগষ্ট খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে এলাকাবাসী খালিয়ার কৃতি সন্তান মোঃ কবিরুজ্জামান (কবির)কে ফুলের মালা দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শামীম মিয়া
কমিটির অন্যান্যে সদস্যরা হলেন খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউনিছ আলি সাধারণ শিক্ষক সদস্য হিসেব মনোনীত হন।
খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতালেব মোল্লা, সদস্য সচিব মনোনিত হন।
অভিভাবক সদস্য মনোনীত হন মো: জাহেদী হাসান সিদ্দিকী, খালিয়া রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে খালিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের ঝড় বইছে।
কমিটির খবর পাওয়ার পর সমাজ সেবক কবিরুজ্জামান কবিরের ছবি দিয়ে বিভিন্ন আইডি থেকে অভিনন্দন জানান বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ ব্যাপারে এডহক কমিটির সভাপতি মোঃ কবিরুজ্জামান (কবির) জানান, আমরা দীর্ঘ দিন ধরে খালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জন্য কাজ করে যাচ্ছি।
আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।
সাথে সাথে আমার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়ার পর যে সকল ভাই, বন্ধু সহ সহযোদ্ধারা শুভেচ্ছা জানিয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা।
আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সাবির্ক সহযোগিতা কামনা করি।