মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে গৃহবধুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ঘটনায় রোববার বিকাল ৩টার দিকে পুলিশ নির্যাতিতা গৃহবধুর স্বামী মুরাদ শেখ(৪০) কে আটক করেছে। জানাগেছে, ওই গ্রামের হেলাল শেখের ছেলে নেশাখোর মুরাদ শেখ দির্ঘদিন যাবৎ তার স্ত্রী হালিমা বেগমকে মারধর করে আসছিলো।
রোববার সকালে হালিমা বেগম (২৫) নামের গৃহবধূকে কিল ঘুশি মেরে নির্মমভাবে মারধর করে হত্যার চেষ্টা করে তার পাষণ্ড স্বামী মুরাদ। স্থানীয় মহিলারা বাধা দিলে মুরাদ চাপাতি নিয়ে তেরে আসে। এ সময় প্রতিবেশী খাদিজা তার মোবাইলে মারধরের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে স্থানীয় মেম্বার ও লোকজন গিয়ে হালিমাকে উদ্ধার করে। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবগত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ হালিমাকে মারধর করে আসছে হেলাল শেখের ছেলে মুরাদ। এর আগে বেশ কয়েকবার পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেছিলো। গত শনিবার এ নিয়ে স্থানীয় মেম্বার বিচার করেছেন কিন্তু নেশা খোর কসাই মুরাদ থামেনি।
ভিডিও ধারণকারী খাদিজা জানান, মুরাদ হাতে চাপাতি নিয়ে মারধর করে এবং কেও ধরতে আসলে তাকে চাপাতি নিয়ে তেরে আসে।
মালখানগর ইউ.পি সদস্য মো. আবু সাঈদ জানান, আমি ঘটনা শুনতে পেরে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি মুরাদ হালিমার পেটে, পিঠে, মুখে কিল ঘুষি মারছে। আমি তাকে উদ্ধার করি এবং মুরাদকে আটকে রেখে পুলিশে খবর দেই।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, গৃহবধূকে মারধরের বিষয়টি জেনেই পুলিশ পাঠিয়ে দেই। পরে মুরাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।