
এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১ আগস্ট ২০২১ রবিবার বিকাল আনুমানিক ৩টার দিকে বেনাপোল পুটখালি ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তাসলিমা বেগম (৪০), বালুন্ডা গ্রামের আক্তারুল ইসলামের স্ত্রী ও তার ছেলে দেলোয়ার হোসেন (২২)।
বেনাপোল পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের দেলোয়ার হোসেন আমাদের এ প্রতিনিধিকে জানান, তার সাথে একই গ্রামের লিটন নামে এক যুবকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। তিনি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেনাপোল বাজারে যাচ্ছিল। কিছুটা দূরে আসলে লিটনের নেতৃত্বে ৫/৬ জন ব্যক্তিরা তাকে গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় তার মা তাসলিমা খাতুন বাধা দিতে এলে হামলাকারীরা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে মা ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সর্বপ্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি পুটখালী বালুন্ডা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে। তাছাড়া এখনো পর্যন্ত থানায় লিখিত ভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Reporter Name 

















