লেখকঃ
সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা
=====================================
পৃথিবী জুড়ে লকঢাউন চলছে
কিসের এ লকঢাউন ? কার বিরুদ্ধে ?
স্রষ্টার নিক্ষিপ্ত অভিশাপের বিরুদ্ধে?
তোমাদের প্রতিরোধের লকঢাউন
সীমা লঙ্ঘনের আস্ফালন নয় তো ?
হে মানুষ,
তোমাদের শাসন-শোষণ,জুলুম-নির্যাতন,ধর্ষণ,
বোমা বর্ষণ,হত্যা,লুন্ঠন চৌর্যবৃত্তির লকঢাউন
আগে করো,তারপর পৃথিবীতে লকঢাউন দিও,
আগে লকঢাউন দাও,
তোমাদের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে,
নির্মমতা-নিষ্ঠুরতা কিংবা বর্বরতার বিরুদ্ধে
অবৈধ অবাধ যৌনাচারের বিরুদ্ধে,
আগে লকঢাউন দাও,
প্রকৃতির সকল প্রকার নিধন যজ্ঞের বিরুদ্ধে
মানবীয় অমানবিক সার্বভৌমত্বের বিরুদ্ধে
এমনি সকল অপকর্মের বিরুদ্ধে আগে দাও
লকঢাউন,
পরিবর্তন করো তোমাদের লকঢাউন-শাটঢাউন
তাহলেই পরম স্রষ্টা খুশী হবেন
মানুষের বাসযোগ্য হবে পৃথিবী।