মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে রনি ইসলাম (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার পৌরশহরের জগথা (মুক্তিযোদ্ধা পাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার সামশুল হক মিস্ত্রির ছেলে। রনি ট্রাক্টর গাড়ীর ড্রাইভার ছিলেন।
নিহতের স্ত্রী লিমা জানান তারা স্বামী স্ত্রী রাতে ঘুমিয়ে পড়লে পরদিন সকালে ঘুম থেকে উঠে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে পর থেকে তাদের সংসারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ও পৌর মেয়র ইকরামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় ,মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে যার মামলা নং ২৯।