

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি’র নির্দেশে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগের অর্থয়ানে ২আগষ্ট সোমবার সকালে বাসষ্টেশন সংগঠনের অস্থায়ী কার্য়লয়ে পটিয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে পাঁচশতাধিক গরীব অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে । চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি মোঃ আইয়ুব বাবুল, এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার প্যানেল মেয়র ২ নং ওয়ার্ড কাউন্সিল ইন্জিনিয়ার রুপক সেন। পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজুর পরিচালনা এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোঃ হোসাইন, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান, সহ- সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, অর্থ সম্পাদক এম এ হাসান বাপ্পি, ক্রীড়া সম্পাদক মোঃ কায়ছার, আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ লিটন, সদস্য রিয়াদ, বাসেক, রুবেল, হেলালসহ পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি- সম্পাদক উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল বলেন, সরকারিভাবে কঠোর লকডাউন নির্দেশ পালন করার জন্য সর্বস্তরের জনগণকে আহবান জানিয়ে বলেছেন, বর্তমান যে হারে দিনদিন করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা রোধে জনগণকে মাস্ক পরিধান করতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে মেয়র আইয়ুব বাবুল বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচেষ্টা থাকা উচিত। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে। করোনাভাইরাসের এই দুঃসময়ে সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সহায়তা করছে ।
মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ এবং গতিশীল নেতৃত্বের ফলেই বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা ভাল অবস্থানে আছি। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে তিনি নিয়েছেন নানান পদক্ষেপ; ফলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন।