বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
রামপালে গুলি উদ্ধারের ঘটনায় আটক দুইঃ অন্যরা ধরাছোঁয়ার বাইরে গাজীপুরে বনের জমিতে প্লট আকারে বাড়ি বহুতল ভবন,কোটি টাকার বাণিজ্য মেডিকেলে পড়ার স্বপ্ন পুরন হলো রহিমমার, ৭ম শ্রেণি থেক ডাক্তার হবার স্বপ্ন  বেতাগীতে ইউপি সদস্য সুমন রায়কে কুপিয়েছে দুর্বৃত্তরা,আটক ২ মান্দায় অবৈধ দখল মুক্তির উদ্যোগে প্রশাসনের গণশুনানি মধুপুরে শাকিল’স কিচেনের শুভ উদ্বোধন মধুপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতার ৫ টি মোটর সাইকেল উদ্ধার নীলফামারীতে প্রচেষ্টা সামাজিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে সাংবাদিক পরিবারের ওপর হামলা: নারীসহ আহত ৪ জন গভীর রাতে আমতলীর ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই,প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি এলিড ভেঞ্চার গ্লোবাল লিমিটেড এর বার্ষরীক কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের মানববন্ধন করায় কৃষকদের হুমকি: জেলা বিএনপির কাছে অভিযোগ মধুপুরে ফসলি জমির মাটি কাঁটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দরিদ্রদের পাশে শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ পটিয়ায় যুবদলের দোয়া মাহফিলে বক্তারা জিয়াউর রহমানের নীতি ও আদর্শ নিয়ে সমাজ বির্নিমাণে কাজ করতে হবে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ অবৈধভাবে দখলে নিয়ে পরিচালনার অভিযোগ শিক্ষক দম্পত্তির বিরুদ্ধে পটিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম  জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া মাহফিল  গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত  ঝালকাঠিতে প্রতিবন্ধী মামুনের একমাত্র সম্বল অটোরিক্সা হারিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে পরিবার  জাতি শহীদ জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে ——-আনিসুর রহমান আনিস
ভোলার কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Road Under Water).
/ ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৮:৩৬ পূর্বাহ্ন

মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধিঃ
ভোলা জেলার বর্তমান ত্রিশ লক্ষ পরিবহন যাত্রীর জন‍্য কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল অতীব গুরুত্বপূর্ণ ও রাষ্ট্র হিতকর পরিবহন ব‍্যবস্থা। আসলে বর্তমানে ও অতীত যুগে উহাতে কারোরই নজর দিতে দেখা যায় নাই। বর্তমানে বাংলাদেশে সরকারী সড়ক পরিবহন স্থাপন শিল্প ব‍্যবস্থার পক্ষেই সবার দৌড়ঝাঁপ চলছে। এর জন‍্য সড়কের আধুনিকায়নের পাশাপাশি উড়াল সড়ক ও আন্ডারপাসের সংযোজন করে সফল পরিবহন বিপ্লবের দিকেই সবাইকে অগ্রিম অগ্রগামী হতে দেখা যাচ্ছে। তাই উন্নত পরিবহন সৃষ্টির বিপ্লবের এই চলমান নবযুগে বাংলাদেশের সরকারী সড়কের আধুনিকায়নের পাশাপাশি আন্ডারপাস ও উড়াল সড়কের সংযোজন একটি নয়া মাইল ফলক বটে। তবে নদী মাতৃক বাংলাদেশের জন‍্য উহা কিছুই না। কেননা বাংলাদেশের নদী মাতৃকতার প্রতিকূলের জন‍্য গড়ে ওঠা মানব বসতির পরিবহন চাহিদা পূরনের জন‍্য মানব চাহিদার অনুকূলে তৈরি হয়েছে বাংলাদেশের বর্তমান সরকারী সড়ক পরিবহন কাঠামো, সড়ক চেইন, সড়ক লিংক ও সড়ক পরিবহন বুনিয়াদ – এক কথায় সড়ক ব‍্যবস্থাপনা। যা সড়ক পরিবহন ভৌতিকতাকে দূরারোগ‍্য রোগাক্রান্ত ও ব‍্যধিগ্রস্ত করা হয়েছে। বাংলাদেশের সড়ক ব‍্যবস্থাপনা ও স্থাপনায় নিয়োজিত-প্রতিষ্ঠিত রোগ-ব‍্যধি বাংলাদেশের বর্তমান আঠারো-বিশ কোটি লোকের দ্বারা চিকিৎসা করাও সম্ভব নয়। কারন যা যেমন হয়েছে তা তেমনই থাকবে। তাই উহাতে মানব পরিবহনকে সহজলভ‍্য করার দিকেই সবাইকে নজর দিতে হবে। বর্তমান পৃথিবীতে সবাই যখন পৃথিবীর বিখ‍্যাত ব‍্যক্তিত্ব বিলগেটস, ইলন মাস্ক, জেফবেজোস সহ প্রভৃতি বিশারদগনের দিকে ধাবিত- সেই সভ‍্যতাবাদী আধুনিক যুগে ভোলা জেলার প্রায় ত্রিশ লক্ষ সড়ক পরিবহন যাত্রী কেন তিন ঘন্টার সড়ক পরিবহন আট হতে দশ-বারো ঘন্টার সড়ক পরিবহনে সমাপ্ত করবে? পাঁচ ঘন্টার সড়ক পরিবহন যাত্রী কেন ত্রিশ ঘন্টার সড়ক পরিবহনে সমাপ্ত করবে? বর্তমান ইন্টারনেটের যুগে ভোলা জেলার একটি ইমেইল যদি দশ সেকেন্ডের মাথায় হোয়াইট হাউসে পৌঁছে যেতে পারে সেই ভোলার সেই ইমেইল সেন্ডার কেন ভোলার বাংলাবাজার, দৌলতখান, গুইঙ্গার হাট, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, মনপুরা, কিংবা চরফ‍্যাশনের কোন এলাকা থেকে ঢাকা গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে লঞ্চঘাটে সকাল হতে সন্ধ‍্যা পর্যন্ত কিংবা রাত্র হতে সকাল পর্যন্ত বসে থাকবে? কিংবা লঞ্চে উঠে ঘন্টার পর ঘন্টা চলন্ত লঞ্চে ঘুমাবে, ঝিমাবে কিংবা ধর্ষক ও বলাৎকার এর কবলে পড়বে? চরফ‍্যাশনের চরকচ্ছপিয়ার অল্প কিছু দূরত্বের দক্ষিনের কক্সবাজারের কিংবা চট্রগ্রামের উদ্দেশ্য রওয়ানা দিয়ে কেন একবার সড়ক পথে আইচা আসতে হবে? আবার চরফ‍্যাশন আসতে হবে? এরপর কেন ভোলা যেতে হবে? তারপর আবার কেন লক্ষীপুরের ফেরীঘাটে যেতে হবে? সেখান থেকে আবার কেন মজুমদার চৌধুরীর বাজারে যেতে হবে? সেখান থেকে কেন উত্তরের ফেনী যেতে হবে? আবার ফেনী থেকে কেন চট্রগ্রাম বা কক্সবাজার যেতে হবে? এত ঘোরাঘুরির দরকার কি? এভাবে রাস্তায় রাস্তায় জান-মাল, জীবন, মান, সময়, সহায়, সম্পদ বিসর্জন দেওয়ার কি প্রয়োজন আছে? পৃথিবীর কোন দেশেইতো এভাবে সড়ক পূঁজাও হয় না। বাংলাদেশেও পূঁজা ও আনন্দতো নয়-ই। বরং উহা পরিবহন বিড়ম্বনা, বিশৃঙ্খলা, বিকলাঙ্গতা বা পরিবহন অপদার্থতা। তাই সড়ক পরিবহন অপদার্থবাদী ভোলা জেলার প্রায় ত্রিশ লক্ষ সড়ক পরিবহনবাহী বাসিন্দাদেরকে ভোলার চরফ্যাশনের চরকচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Road Under Water/Public Throughfare Under Water) প্রাপ্তির আওতায় নেওয়া প্রয়োজন। কেননা ভোলা জেলার প্রায় ত্রিশ লক্ষ লোক সড়কের উপর নির্ভরশীল। সড়ক না থাকায় বাধ‍্য হয়ে বিকল্প দূর্ভোগের ব‍্যবস্থাপনা বরন করে চলাফেরা করতে হয়। এহেন দূর্ভোগ ও ভোগান্তি হতে বাঁচার জন্য ভোলার চরফ‍্যাশনের চর কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Road Under Water/Public Throughfare Under Water) খুবই সহজলভ্য পরিবহন ভৌতিকতা। সড়ক পরিবহনের এই ধরনের ফিজিক‍্যালিটি বাদ দিয়ে অন‍্য কোন পরিবহনই মানব সম্পদ ও সমাজের জন‍্য সুবিধাজনক নয়, হিতকর নয়, কল‍্যানকর নয় ও মঙ্গলজনক নয়। ভোলা জেলার মানব সমাজ, মানব সভ‍্যতা ও মানব সম্পদের জন‍্য উক্ত চরকচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Road Under Water) শুধু ভোলা জেলার মানুষেরই সুবিধা হবে, এমন নয়। সারা বাংলাদেশের মানুষের জন‍্যই ভালো হবে। সারা দেশের জন‍্যই মঙ্গল হবে। তাই অতীব শীঘ্রই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে ভোলা জেলার চরফ‍্যাশনের চরকচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Road Under Water) নির্মানের উদ‍্যোগী হওয়ার জন‍্য সংশ্লিষ্ট দায়িত্বশীলগনের তৎপরতা আশা করা গেল। ছবিতে স্কেলের মাধ‍্যমে চরকচ্ছপিয়া টু কক্সবাজার এর কল্পিত টানেল (Road Under Water) তুলে ধরা হলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031