আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফেরত শ্রমিক ও ভাসমান মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)।
এই খাদ্য সহায়তার অধীনে গত দু’দিনে রাজধানীর প্রবেশমুখে ১৬ শ ‘ মানুষের মাঝে বিরানি, বিস্কুট ও পানি বিতরণ করেছে সংগঠনটি। লকডাউনের সময় প্রতিদিন ভাসমান মানুষদের মাঝে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পিসবের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবিবী।
করোনা সংকটে রাজধানীতে ভাসমান মানুষের মাঝে খাদ্য সহায়তা ছাড়াও দেশের তেইশটি জেলায় করোনার প্রাদুর্ভাবে পর্যদুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার পরিবারের মাঝে ২৪ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এছাড়াও পাঁচশত শিক্ষক, ড্রাইভারদের মাঝে ৩০০০ টাকা করে দেয়া হয়। কুরবানী ঈদের দিন ১২শ’ অসহায় ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে বিরিয়ানি,পায়েশ ও ক্লেমন বিতরণ করা হয়েছে।
শতাধিক লেখকদের মাঝে নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে পিসবের পক্ষ থেকে।
সংগঠনটির পক্ষ থেকে শীত, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হয়। ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম দেখে সারাদেশের মানুষ সুনাম অর্জন করেন।