সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামে লোহাগাড়ায় ডিএনসি অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবাসহ মোঃ সুফেয়েত নামে এক মিয়ানমার নাগরিক ইয়াবা ব্যাবসায়িকে গ্রেপ্তার করেছে। সুএে জানাযায়, ৩/০৮/২০২১ তারিখ ১,৫০০ পিস ইয়াবাসহ ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার অভিযানে লোহাগাড়া’য় গ্রেফতার রোহিঙ্গা (মিয়ানমার নাগরিক) ০১ জন, মামলা দায়ের করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শন এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম চট্টগ্রাম লোহাগাড়া থানাধীন চুনতি বাজার এলাকা হতে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা সহ একজন মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) গ্রেফতার করে মামলা দায়ের করে। সে বর্তমানে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এর বাসিন্দা।আসামী-(১) মোঃ সুফায়েত (২০), পিতাঃ মৃত আব্দুল হাফেজ, মাতাঃ মৃত লায়লা বেগম, স্ত্রীঃ রোজিনা খাতুন, সাংঃ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৬, ব্লক-ই/৩-১১, এফসিএন নংঃ ১৭০১৩৭, হেড মাঝিঃ মোঃ আয়াজ, সাইড মাঝিঃ মোঃ শাহ আলম, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাকে বিকাল প্রায় ০৩ঃ১৫ ঘটিকয় গ্রেফতার করে চট্টগ্রামের লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(খ সার্কেল পটিয়া) পরিচালক সাইফুল ইসলাম।