
এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৪ আগস্ট ২০২১ বুধবার সকাল ৮ টা পর্যন্ত, কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭ জন। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
৩ আগস্ট মঙ্গলবার সকাল ৮ টা থেকে আজ বুধবার ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত, চিকিৎসাধীন অবস্থায় তাদের ৭ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ও অপর ১ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডাঃ আব্দুল মোমেন, গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৮৮ জন করোনা আক্রান্ত রোগী ও ৩৯ জন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মোট ২২৭ জন ভর্তি আছে। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা পজেটিভ হয়ে মৃত্যুবরণ করেছে ৫৮৩ জন।
পিসিআর ল্যাব ও কুষ্টিয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের দেহে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬.৭৬% শতাংশ।