আমতলীতে মোবাইল কোর্ট ও ভোক্তা অধিকার আইনে হোটেল মালিক সহ ব্যক্তিকে জরিমানা
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে কঠোর লকডাউন অমান্য করায় পৌরসভায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে হোটেলসহ ৬ ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪/৮/২০২১) লকডাউন চলাকালীন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভায় অবৈধভাবে দোকানপাট খোলা রাখা এবং যানবাহন চালানোর অভিযোগে ৪নং ওয়ার্ডে ইসলামিয়া হোটেলসহ ৬ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নৌ বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম বলেন, সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ৬ জনকে ৩ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ইসলামিয়া হোটেল ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category