রাজু আহম্মেদ।।
র্যাব ৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৪/০৮/২০২১ ইং তারিখ ভোর ০৪:১৫ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন বারঘরিয়া বাইশপুতুল মন্দির এর পাশে জনৈক মোঃ রফিকুল ইসলামের বসত ঘরের মধ্যে অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫২০ গ্রাম হেরোইন, মোবাইল সেট-০১টি এবং সীমকার্ড-০১টি সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ শফিকুল ইসলাম (৩৫), ২। মোঃ সবুর আলী (৩০) এবং ৩। মোঃ সোহাগ আলী (২৭), সর্ব পিতা মোঃ রফিকুল ইসলাম, মাতাঃ মোসাঃ জোৎনা বেগম, সাং-বারঘরিয়া,ওয়ার্ড নং-০৫, ইউনিয়ন-জামাতাপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদের’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব -কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-মুক্ত সমাজ গড়ুন।