মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় মোঃ ফরমান আলী বুদু (৪৯) নামে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক ফরমান আলী বুদু (৪৯) ফুলবাড়ী পৌর এলাকার বারোকোন গ্রামের মৃত সামসুদ্দিন হকের পুত্র।
মামলা সুত্রে জানা গেছে, জনৈক ব্যক্তির ১৩ বছরের শিশু কন্যা পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের এক ছেলের সাথে মোবাইলে কথা বলে। বিষয়টি নিয়ে জনৈক ব্যক্তি তার শিশু কন্যাকে ধমক দিলে সে ভয়ে পাশের বাড়ী সম্পর্কে চাচা মোঃ ফরমান আলীর বাসায় লুকায়। সেখানে সুযোগ বুঝে ফরমান আলী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, আসামী ফরমান আলী বুদুকে গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে এসআই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ বাড়ী বারোকোনা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।