কেশবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন এ্যাসিল্যান্ড ইরুফা সুলতানা
মো রনি হোসেন, নিজস্ব প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি:
কেশবপুরে করোনা ভাইরাস সংক্রাম রোধে লকডাউন চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন।
বুধবার দুপুরে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের আনিছুর রহমান তার স্কুল পড়–য়া কন্যা রুমানা খাতুন (১৫) এর বাল্যবিবাহের আয়োজন করেন। খবরপেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা মাদারডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের বাড়িতে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় তিনি মেয়েকে বাল্যবিবাহ দেবেননা এই শর্তে মেয়ের পিতার নিকট থেকে মুচেলকা গ্রহণ করেন এবং লোক সমাগমের মাধ্যমে বাল্যবিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের পরিবারের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category