ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে বৌভাতে যাওয়ার সময় বজ্রপাতে ১৭জন নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সুর্যনারায়নপুর গ্রাম থেকে পাঁকা ইউনিয়নে বৌভাতে যাওয়ার সময় বজ্রপাতে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকেই।
নিহত ও আহতরা একটি ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হয়ে যাচ্ছিলেন। নৌকায় ৫০ জন যাত্রী বৌভাতে যাওয়ার সময় পথিমধ্যে দক্ষিনপাকা ঘাটে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৬ জন মারা যায়।
এঘটনায় আহতদের শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা ১২টার দিকে এঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানতে সুর্যনারায়নপুরে গিয়েছেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব বিপিএম-পিপিএমসহ শিবগঞ্জ থানা পুলিশের দল বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন। স্থানীয়রা ১৭জন বললেও পুলিশ বলছেন ১৫ জন নিহতের কথা।
পাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক জানান, কয়েকদিন আগে বিয়ে হয় পাঁকা ইউনিয়নের মৃত সুলতান আলীর ছেলে হোসেন আলীর মেয়ের। বুধবার দুপুরে বরপক্ষের লোকজন একটি নৌকায় করে বৌভাতে আসছিলো সোহেন আলীর বাড়ি। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে পদ্মা নদীর দক্ষিন পাঁকা ঘাটের একটি ছাউনিতে আশ্রয় নেয় বৌভাতে আসা লোকজন এবং স্থানীয় পাঁকা গ্রামের সহবুলের ছেলে রফিকুল ইসলাম (৫৫)। এসময় বজ্রপাত হলে রফিকুলসহ বর পক্ষের ১৬জনসহ মোট ১৭ জন মারা যায় ঘটনাস্থলেই। ৩/৪জন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে কয়েকজন শিশু ছিলো সেখানে। শিশু গুলো সুস্থ আছে।
পাঁকা ইউনিয়নের মো. জুয়েল জানান, সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জনতার হাট গ্রামের পাঁচু আলীর ছেলে মো. মামুনের সাথে বিয়ে হয় সোমবার রাতে। মেয়ে ও জামায় কে আনতে বুধবার দুুপুর ১২টার দিকে বৌভাতে যাচ্ছিলেন একটি নৌকায় বরপক্ষের লোকজন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭জন মারা যায়। এর মধ্যে বরপক্ষের ১৬জন এবং স্থানীয় একজন।