মোঃ মতিন গাজী, ষ্টাফ রিপোর্টারঃ
অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসিবুর রহমান বিশ্বাস (হাসিব), এর উদ্যোগে করোনা মহামারীর মধ্যে অসহায় দুস্ত মানুষের মাঝে ফ্রী অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে।
সংগঠনটির নামকরন করা হয়েছে, প্রেমবাগ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি ডাঃ শের আলী অক্সিজেন সাপোর্ট সেন্টার নামে এবং সহযোগিতায় প্রেমবাগ ইউনিয়ন পরিষদ এবং সার্বিক তত্ত্বাবধানে প্রেমবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বিশ্বাস (হাসিব) এর দিকনির্দেশনায়।
এ সংগঠনে বর্তমান মহামারী করোনা কালীন সময়ে প্রেমবাগ ইউনিয়নের স্বেচ্ছাসেবক ছাত্রলীগ কর্মীরা নিঃশর্তে ৯২ জন কাজ করে চলেছেন।
৪ আগষ্ট প্রথমবারের মত উক্ত সংগঠন হতে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয়। প্রেমবাগ ইউনিয়নের বাসিন্দা স্বপন বাবুর বাড়িতে।প্রেমবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান (হাসিব) আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, তাদের এই সংগঠনটিতে এপর্যন্ত আমেরিকান প্রবাসী ডাঃ শের আলী ২টি অক্সিজেন সিলিন্ডার এবং প্রেমবাগ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, ২টি অক্সিজেন সিলিন্ডারসহ ১ (শত) পিচ গেঞ্জি এবং প্রেমবাগ ইউনিয়ন পরিষদে একটি রুম প্রদান করেন।