

রুপসা প্রতিনিধি:
খুলনা- ৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন শেখ কামাল।
শহীদ শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।
তিনি আরোও বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশনন্ড লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় বিজয় মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিত্বে পুস্প মাল্য অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফির্সাস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশার ভূমি খান মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান, মেডিকেল অফিসার আর এম ও সঙ্গিতা চৌধুরী, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ:মজিদ শেখ।এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,বন কর্মকর্তা মো:মুজিবর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, সাংবাদিক ফ ম আইয়ুব আলী। অনুষ্টান শেষে সকলের আত্তার শান্তি কামনা করে দোয়া অনুষ্টিত হয় এবং উপজেলার সহকারী কমিশনার ভূমি নতুন ভবনে বৃক্ষ রোপন করা হয়।