
সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার মিরপুর আটমাইল নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশির (২০) ও মেহেরনিগার (৩০) নামে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় আটমাইলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরপুর উপজেলার বাগোয়ান এলাকার মোস্তফার ছেলে শিশির ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুভলের মেয়ে মেহেরনিগার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ভেড়ামারা থেকে সিএনজি চালিত অটো রিক্সা যাত্রী নিয়ে কুষ্টিয়া আসার পথে এবং অপর দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলে মিরপুর আটমাইল নামক স্থানে মাইক্রোবাসের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে চিকিৎসা নিতে আসা মেহেরনিগার নামে এক গৃহবুধ মারা যান পরে স্থানীয়দের সহায়তায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে পথেমধ্যে শিশির মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করে লাশ মর্গে প্রেরণ করেন।

Reporter Name 

















