
মোঃ গোলাম মোস্তফা নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,বীর মুক্তিযোদ্ধা,শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো.মাহফুজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন,মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভুইঞা, পৌর ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম সালাম, সরকারি দপ্তরের কর্মকর্তা,আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে
বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ভোধন করেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।