সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের পটিয়াউপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের
উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। ৫ আগষ্ট (বৃহস্পতিবার) পটিয়া বাস-স্টেশন দলীয় কার্য়লয়ে কেক কেটে উদযাপন করা হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভা সভাপতি শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজুর পরিচালনা এতে বক্তব্য রাখেন, পটিয়া পৌর জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান, সহ- সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, অর্থ সম্পাদক এম এ হাসান বাপ্পি, ক্রীড়া সম্পাদক মোঃ কায়ছার, আইন বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ লিটন, সদস্য মোঃ রিয়াদ, মোঃ বাসেক,মোঃ রুবেল, মো; হেলালসহ ৯টি ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম শফি স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগষ্ট পালন করা হবে। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত লোকজনের মাঝে একটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।