স্টাফ রিপোর্টার : ইকবাল মোরশেদঃ
কুমিল্লার লালমাইয়ে করোনা ভাইরাসেরপ্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ চালক অসহায় ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব
সাতে ছিলেন পেরুল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান সফিকুর রহমান
বৃহস্পতিবার ৫ আগষ্ট পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ সহ উপজেলার অন্যান্য ইউনিয়নে পৃথক আয়োজনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার খাদ্য সামগ্রী বিতরণকালে ইউএনও অজিত দেব বলেন, করোনাকালীন সময়ে ইতোপূর্বে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন।
এবারও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সারা দেশে একযোগে এসব উপহার সামগ্রী পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত করেছেন। তারই ধারাবাহিকতায় একরোনা মহামারিতেও তিনি দেশের মানুষের কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি উপস্থিত সকলকে কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়ার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন পেরুল ইউনিয়ন চেয়ারম্যান এ জি এম সফিকুর রহমান, সচিব মাকসুদুর রহমান, হাবিবুর রহমান মেম্বার, আওয়ামী লীগ নেতা মোঃ লিটন, যুবলীগ নেতা মোঃ খোকন প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রীর এসব খাদ্য উপহার সামগ্রীর প্যাকেটে চাল, তেল, ডাল, আলু,পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রী ছিল।