জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদাঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক এর নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এস,আই মোঃ আতিকুর রহমান জুয়েল এর নেতৃত্ব আজ বৃহস্পতিবার ৫ আগষ্ট বিকেল সাড়ে ৪ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা টু কুড়ালগাছি গামী পাকা রাস্তার উপর থেকে আসামি দামুড়হুদা উপজেলার দর্শনার চন্ডিপুর গ্রামের মৃত ওমিদুল এর ছেলে মোঃ কামাল হোসেন (৩০)কে আটক করে পুলিশ, এবং আটককৃত আসামির কাছ থেকে ৮ শত গ্রাম গাঁজা উদ্ধার করে।আটককৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা নং-০২, তাং-০৫/০৮/২০২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ক্রমিক নং-১৯(ক) মামলা করা হয়েছে।