এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৪ আগস্ট ২০২১ বুধবার আনুমানিক রাত ৮ টার দিকে যশোর সদর উপজেলার বিরামপুর গাবতলার মোড়ে “মেসার্স হৃদয় এন্টারপ্রাইজে” অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৪০), নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত ওই ভ্যান চোরের নিকট হতে ইঞ্জিন চালিত চোরাই ভ্যানসহ তাকে আটক করে।
জানা যায়, গত ১৯ জুলাই যশোরের চৌগাছা থেকে ঝিকরগাছায় ফ্রিজ কেনার কথা বলে ভ্যান চালক কিশোর রায়হানের, ভ্যানটি ভাড়া নিয়ে যায়, চোরেরা সুকৌশলে ইঞ্জিন চালিত ভ্যানটি চুরি করে সিরাজুল ইসলামসহ ২চোর।
যশোরের পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক খুঁজাখুজির পরে ভ্যান খুজে না পাওয়ায় কিশোরের পিতা গ্রাম পুলিশ হযরত আলী, বুধবার সকালে কোতয়ালী মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করে। মামলাটি ক্লুলেস হওয়ায় যশোরের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের উপর তদন্ত ভার দেওয়া হয়। এক পর্যায়ে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ৪ আগস্ট বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে যশোর সদর উপজেলার বিরামপুর গাবতলার মোড়ে “হৃদয় এন্টারপ্রাইজ” মালিক আলী আব্বাসের, ভ্যান ও অটো রিক্সার সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে চোরাই ইঞ্জিন ভ্যানটি খোলাও জোড়ার সময় হাতেনাতে চোর সিরাজুল ইসলামকে, আটক করে।
আটক চোর সিরাজুল ইসলাম, যশোর সদর উপজেলার বাউলিয়া স্কুলপাড়া এলাকার ইসহাক আলীর, ছেলে বলে জানা যায়। সে দীর্ঘ দিন ধরে যশোর সদর উপজেলার মোবারক কাঠি মাঠপাড়া এলাকায় ভাড়া বাড়ি থেকে একটি চোর চক্র পরিচালনা করে আসছিলো।
যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, আটককৃত সিরাজুল, একজন চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। সিরাজুলকে, আটকের পর তার সহযোগীদের ধরতে অভিযান অব্যহত আছে। তারা দীর্ঘদিন ধরে ভ্যান ভাড়া নেওয়ার কথা বলে সুকৌশলে চালকের ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যায়। এমনকি সুযোগ পেলে ভ্যান চালককে হত্যা করে ও ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। ১৯ জুলাই কিশোর রায়হানের ভ্যানটি ৫ (শত) টাকায় ভাড়া নিয়ে চৌগাছা থেকে ঝিকরগাছায় যায় ফ্রিজ কেনার কথা বলে, এর পর ঝিকরগাছায় গিয়ে তাকে কাগজ কিনে নিয়ে আসার কথা বলে চোর সিরাজুলও তার সহযোগী ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। অনেক খুজাখুজি করেও ভ্যানটি না পাওয়ায় কিশোরের পিতা হযরত আলী, গতকাল ৪ আগস্ট বুধবার সকালে কোতয়ালী মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলাটি ক্লুলেস হওয়ায় যশোর পুলিশ সুপার প্রলায় কুমার জোয়ারদার যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর তদন্ত ভার দেন।
এরপর গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অফিসার এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই শামীম হোসেনকে, মামলাটি তদন্ত ভার দেওয়া হয়। ডিবি পুলিশের সদস্যরা তদন্ত করে যশোরের আন্তঃজেলার ভ্যান চোরদের ছবি দেখালে শিশু রায়হান সিরাজুল ইসলাম নামের চোরকে সনাক্ত করতে সক্ষম হয়। এক পর্যায়ে যশোর গোয়েন্দা পুলিশের সদস্যরা বুধবার রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার বিরামপুর গাবতলার মোড়ে হৃদয় এন্টারপ্রাইজ মালিক আলী আব্বাসের, ভ্যান ও অটো রিক্সার সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে চোরাই ভ্যান গাড়িটি খোলাও জোড়ার সময় হাতেনাতে চোর সিরাজুল ইসলামকে আটক করে।
অপার এক অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বুধবার রাত ৮টার দিকে যশোর রেলস্টেশন এলাকার আরিফ গিফট সেন্টারের সামনে থেকে ৫২ পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম ওরফে সিফাত (২৮), নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক সাইফুল ইসলাম ওরফে সিফাত যশোর শহর বকচর কোরবান আলীর ভাড়াটিয়া। সে এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী বলে জানা যায়।
যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার আমাদের এ প্রতিনিধিকে বলেন, আটককৃত ওই যুবক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। বুধবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃত আসামি মাদক দ্রব্য নিয়ে যশোর রেলস্টেশন এলাকার “মেসার্স আরিফ গিফট কর্ণারের” সামনে অবস্থান করছে। বিষয়টি পুলিশ সুপারকে অবগত করলে পুলিশ সুপার তাকে আটকের নির্দেশ দেন।
এরপর যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস দল এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এসআই (নিঃ) রইচ আহমেদ, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্স্ নিয়ে সেখানে পাঠানো হয়। এক পর্যায়ে তারা অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে সিফাতকে ৫২ পিচ ইয়াবাসহ আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে।