মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮’শ ৪০ পিস ইয়াবা ট্যবলেটসহ এক জনকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুর ৩ টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন ইছাপুরা সাকিনস্থ মামুন ইসলামের পশ্চিম পোতার ঘরের উত্তর পাশের রুম থেকে শিউলি বেগম (৪৩) এর ১হাজার ৮’শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। যার মূল্য ৫ লাক্ষ ৫২ হাজার টাকা।
আসামি শিউলি বেগম ¯^ামী ফারুক ন্যাটা ফারুক নারায়নগঞ্জ জেলা মাসদাইর ( খানকার মোড়) থানা ফতুল্লা এলাকার বাসিন্দা । সিরাজদিখানে ইছাপুরা মামুনের বাড়ির ভাড়াটিয়া।
মুন্সীগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন , আসামির বিরুদ্ধে সিরাজদিখান থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজ প্রক্রিয়াধীন। পূর্বে আসামি শিউলি বেগম এর বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানায় ০৩ টি মাদক মামলা রয়েছে।