এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার দুপুরে নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের, ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার (মীমের), সভাপতিত্বে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, (ভার্চুয়াল মাধ্যমে) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন (ভার্চুয়াল মাধ্যমে) নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা।
প্রধান বক্তা (ভার্চুয়াল মাধ্যমে) ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশের সঞ্চালনায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সংসদ সদস্য মাশরাফির বাবা সমাজ সেবক গোলাম মোর্ত্তজা স্বপন, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, মিটুল কুন্ডু প্রমূখ।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম আমাদের এ প্রতিনিধিকে জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ছাত্রলীগের পক্ষ থেকে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়াও করোনা ভাইরাসের টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচার করা হয়, অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের টিকা কেন্দ্রে পৌঁছে দেয়া ও টিকা কেন্দ্রের সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণের জন্য জনসাধারণকে উৎসাহিত করতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করবেন। এ লক্ষ্যে নড়াইল জেলার প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।