সাইদুল ইসলাম রনি, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাড়ীগাঁও গ্রামের বড়ারটেক এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সমাজসেবক নাসির উদ্দিন দুলাল মাস্টার ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৬ আগস্ট শুক্রবার বেলা ৩ টায় ঐতিহ্যবাহী রানিগঞ্জ হাই স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জীবদ্দশায় নাসির উদ্দিন দুলাল ছিলেন একজন সৎ, নিষ্টাবান ও ন্যায়পরায়ণ শিক্ষক, যিনি দলমতের ঊর্ধ্বে থেকে সত্য, সুন্দর, প্রগতি ও আলোকিত সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। ব্যক্তিগত ও সাংসারিক জীবনেও খুবই বিনয়ী, সফল এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। রাজনীতি, সমাজ সেবা ও খেলাধুলায় তাঁর অবিস্মরণীয় অবদান ছিল।
তিনি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়ে ছিলেন।
তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কাপাসিয়া উপজেলা দূর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদে ১ যুগের বেশি সময় সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
চাকরির পাশাপাশি ব্যবসা ও রাজনীতিতে তার দুরদর্শী নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন এগিয়েছিল।
তার মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে কাপাসিয়ার মাননীয় সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি গভীর শোক প্রকাশ করেন।
এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অামানত হোসেন খান উপজেলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ্ ও যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানও গভীর শোক প্রকাশ করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, ব্যবসায়ী মহল তার নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা ও সববেদনা জানান।